Web Analytics

তুরস্কের রাজধানী আঙ্কারায় ১৬ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত তুগুজকুমালাক ও মাঙ্গালা এশিয়ান কাপ ২০২৫-এ বাংলাদেশ ইথনোস্পোর্ট দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ওপেন ক্যাটাগরিতে বাংলাদেশের মো. রেজাউল করিম মোল্লা তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনেন।

প্রতিযোগিতায় কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়ার দক্ষ খেলোয়াড়রা অংশগ্রহণ করেন, যা প্রতিযোগিতাটিকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। উদ্বোধনী অনুষ্ঠানে আঙ্কারার সিনজান জেলার গভর্নর লেভেন্ট কিলিক ও মেয়র মুরাত এরাস উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ড. মুহাম্মদ শাহানূর আলমসহ আন্তর্জাতিক ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন সদস্যের বাংলাদেশ দলটির নেতৃত্ব দেন ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল মামুন।

বিশ্লেষকদের মতে, এই অর্জন বাংলাদেশের ইথনোস্পোর্ট অঙ্গনে অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ও মর্যাদা বৃদ্ধি করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।