ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস (২৭) হত্যার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার নেতৃত্ব দিয়েছিলেন নীরব ইসলাম (২০)। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয় এবং মঙ্গলবার বিকেলে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নীরব ইসলাম পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের নিটিং অপারেটর ছিলেন এবং ঘটনার পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে ধরতে নেত্রকোনা, বনানী ও গাজীপুরে অভিযান চালানো হয়। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে। এর আগে ১৮ আসামির মধ্যে ১২ জনকে তিন দিন এবং ছয়জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছিল; পাঁচজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
গত ১৮ ডিসেম্বর ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। নিহতের ভাই অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।