Web Analytics

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে। রোববার সাত দিনব্যাপী এই মহড়া শুরু হয়। এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আইএসপিআর জানায়, অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ মূলত মেডিভ্যাক সমন্বয়, বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশনসহ মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের অনুশীলন করা হবে। এই মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান, একটি এম আই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহণ বিমান অংশগ্রহণ করছে। এতে বিমানবাহিনীর ১৫০ জন সদস্য ও প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশ নিচ্ছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা মহড়ায় অংশ নিচ্ছেন। এই মহড়া দুই দেশের মধ্যকার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।