Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ব্রিকসভুক্ত দেশগুলোর পণ্যে ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ব্রিকস যদি সত্যিকারের অর্থবহ জোট হয়, তাহলে সেটি খুব দ্রুতই ভেঙে পড়বে। ট্রাম্প দাবি করেন, কেউ যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা করতে এলে তা সহ্য করা হবে না। তিনি ডলারের আধিপত্য টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দেন এবং সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল মুদ্রা চালুর বিরোধিতা করেন। তিনি বলেন, শুল্ক তাদের ওপরই বসবে যারা ব্রিকসের অ্যান্টি-আমেরিকান নীতির সঙ্গে যুক্ত। এরইমধ্যে জি৭ ও জি২০-র মতো বড় অর্থনীতির ফোরামগুলো বিভক্তি ও যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় ব্রিকস নিজেকে বহুপাক্ষিক কূটনীতির জন্য একটি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।