মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে ৫৫ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার শহরের ছয়টি রেস্তোরাঁয় পরিচালিত ‘অপ সেলেরা’ নামক এই বিশেষ অভিযানে বৈধ পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগ এবং অন্যান্য অভিবাসন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন ৪৬ জন মায়ানমারের নাগরিক, ছয়জন কোরিয়ান নাগরিক এবং ১৮ থেকে ৫৩ বছর বয়সি তিনজন বাংলাদেশি নাগরিক। তাদের বৈধ কাগজপত্র ছাড়াই ওয়েটার ও রাঁধুনি হিসেবে কাজ করার সন্দেহ করা হচ্ছে। এছাড়া তদন্তে সহায়তার জন্য চারজন প্রাইম ম্যানেজার—তিনজন স্থানীয় ও একজন বিদেশিকেও আটক করেছে কর্তৃপক্ষ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।