রংপুরের পীরগাছার উত্তর অনন্তরাম গ্রামের ৬৩ বছর বয়সী বিধবা মরিয়ম বেগম জমি দখলের অভিযোগ করেছেন একই গ্রামের বুলু মাস্টারের বিরুদ্ধে। তিনি ৩৩ শতাংশ পৈতৃক জমির ২৮ শতাংশ বুলু মাস্টারের কাছে বিক্রি করেছিলেন, তবে বাকি ৫ শতাংশ জমি নিতে চাইলে বুলু মাস্টার তাকে গালাগালি ও হুমকি দিয়েছেন। পুলিশ প্রাথমিক তদন্তের পর বিষয়টি সমাধানের চেষ্টা করছে।