Web Analytics

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত ভবনের বাইরে সাম্প্রতিক আত্মঘাতী বোমা হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার সরকার জানায়, হামলাটি আফগানিস্তান থেকে পরিচালিত হয়েছিল এবং এর দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গ্রেফতার চারজনই টিটিপির সঙ্গে যুক্ত এবং আফগানিস্তানভিত্তিক কমান্ডারদের নির্দেশে হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। হামলাকারীর নাম উসমান ওরফে কারি, যিনি আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাসিন্দা। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, হামলাকারী ছিলেন আফগান নাগরিক এবং সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদে বড় হামলা হয়নি। তবে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধির জন্য আফগান ভূমিতে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে। আফগান তালেবান সরকার এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, যদিও তারা হামলার নিন্দা জানিয়েছে। দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক সংঘর্ষে আরও উত্তপ্ত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।