ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণবিরোধী বিক্ষোভের সময় শিক্ষার্থীরা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে চিনে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গত ৪ আগস্ট তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রামদা হাতে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন। পরে পরিচয় গোপন করে সাধারণ মানুষের সঙ্গে মিশতে চাইলেও রোববার ধর্ষণবিরোধী সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীদের নজরে পড়েন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই করছে।