Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যে হারে দেখানো হয়েছে তা সঠিক নয়। আবার সব যে মিথ্যা তাও না। তবে আরাকান আর্মি অনেক দিন ধরে এ অঞ্চলে আছে, মিয়ানমার সীমান্ত তাদের দখলে। এর মধ্যে অনেকে এই পারে বিয়েও করেছে। এতে করার কিছু নেই বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়। আবার আরাকান আর্মিও পয়সা নেয়। আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি। চবি পাঁচ শিক্ষার্থী অপহরণ প্রসঙ্গে বলেন, পাহাড়ের অশান্ত অবস্থা তো আপনারা দেখেননি। আমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। তুলনা করতে গেলে পাহাড় পুরোটা শান্ত। ছোটখাটো অপহরণ তো সমতলেও হচ্ছে। খালি পাহাড়কে কেন দোষ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।