Web Analytics

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করেছেন যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যানের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন এবং ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকারবদ্ধ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুই সাবেক মার্কিন কূটনীতিক আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সফরে এসেছেন। ড. ইউনূস বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং প্রশাসন থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ। তিনি আরও জানান, সরকার জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, যা অনুমোদিত হলে গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায় সূচিত হবে।

তিনি সতর্ক করেন যে, সাবেক স্বৈরাচারী শাসনের সমর্থকেরা ভুয়া খবর ও এআই-সৃষ্ট বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছে, তবে জনগণ এখন এসব শনাক্ত করতে সক্ষম হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।