Web Analytics

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, কসোভো, ভারত, মরক্কো ও তিউনিসিয়াকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে, যা আশ্রয় নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন নীতিতে এসব দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের আবেদন আর আগের মতো গুরুত্ব পাবে না এবং অধিকাংশ আবেদন প্রাথমিকভাবে বাতিল হতে পারে, যদি না আবেদনকারী ব্যক্তিগতভাবে জীবনের ঝুঁকি প্রমাণ করতে পারেন। আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঘোষিত এই সিদ্ধান্ত ২০২৪ সালের ইইউ আশ্রয় সংস্কারের ধারাবাহিকতা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা এড়ানোর প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। ফরাসি এমপি মেলিসা কামারা ও ডেনিশ রিফিউজি কাউন্সিল সতর্ক করেছে যে, এই নীতি নজরদারিহীন প্রত্যাবাসন কেন্দ্র ও অমানবিক আচরণের ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে, ইইউ কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর করবে।

২০২৬ সালের জুনে নতুন আশ্রয় ও অভিবাসন চুক্তি কার্যকর হবে। ইইউ জানিয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে আরও দেশকে এই তালিকায় যুক্ত করা হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।