দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের ব্যক্তিগত সহকারী মো. আলী আফরোজকে অপসারণ করেছে সরকার। এর আগে ছাত্রদের দাবির মুখে সচিবকে প্রত্যাহার করা হয়। আফরোজকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে এবং ৪ আগস্টের মধ্যে যোগ দিতে বলা হয়েছে। এর আগে আরও দুই কর্মকর্তাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরানো হয়, যারা দীর্ঘদিন ধরে একই দপ্তরে থেকে প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় ছিলেন।