Web Analytics

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন এবং জানান, তার অবস্থা একদমই ভালো নয়। সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. ইউনূসের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।