যৌতুক দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় নাছিমা আক্তার (৪৪) নামে এক বাদীকে সাজা দিয়েছেন আদালত। রায়ে ওই বাদীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই নারীর সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে খালাস দেওয়া হয়েছে। নাছিমা আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। তবে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন।