আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বাজেট বরাদ্দে কার্পণ্য করা হবে না বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে এবং যেখানে প্রয়োজন হবে, সেখানে ব্যয়ে কোনো দ্বিধা থাকবে না। তার এই বক্তব্য নির্বাচনী ব্যয় নিয়ে চলমান আলোচনা এবং সরকারের নির্বিঘ্ন ও পর্যাপ্ত অর্থায়নে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতিকে স্পষ্ট করে।