Web Analytics

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। পূর্বনির্ধারিত ২৩ জানুয়ারির পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার কেন্দ্র ও প্রার্থীদের যোগ্যতাসহ অন্যান্য সব সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। এবারই প্রথম রুয়েট ও বুয়েট উভয় কেন্দ্রে অভিন্ন এমসিকিউ প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের প্রায় ১,২০০ আসনের বিপরীতে প্রায় ১৯,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।