ফরিদপুরের নগরকান্দায় ছোট বোনকে ইভটিজিং করার বিচার চেয়ে থানায় অভিযোগ করায় বৈষম্যবিরোধী নেত্রী বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবার ওপর হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ করায়, হামলায় জড়িতদের পুলিশ আটক করতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করা হয়। বর্ষার পরিবার জানায়, বর্ষার ছোট বোনকে প্রতিবেশী মোঃ জালাল বেপারীর ছেলে বখাটে মোঃ শরীফ বেপারী (২১) দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছিল। থানায় জিডি করার প্রতিক্রিয়ায় হামলার শিকার হয়েছেন তারা!