মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে শুক্রবার সকালে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, এতে দুইজন নিহত হয়েছেন। জাতীয় ভূকম্প সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সান মার্কোস শহরের ৩৫ কিলোমিটার গভীরে, যা প্রশান্ত মহাসাগর উপকূলের আকাপুলকো শহর থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে। প্রথম ভূমিকম্পের পর পাঁচ শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে।
গুয়েরেরো রাজ্যের গভর্নর এভলিন সালগাদো জানান, কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় একটি বাড়ি ধসে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। মেক্সিকো সিটিতে একটি ভবন খালি করার সময় পড়ে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চিলপানসিঙ্গোর একটি হাসপাতাল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্প শুরু হতেই মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দা ও পর্যটকেরা রাস্তায় বেরিয়ে আসেন।
ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের সংবাদ ব্রিফিং চলাকালে সতর্কতা অ্যালার্ম বাজলে সবাই দ্রুত হলকক্ষ ত্যাগ করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে।