সোমবার দিবাগত রাত বারোটার দিকে ভোলা সদর মডেল থানার হাজত খানায় থাকা ধর্ষণের অভিযোগে আটককৃত মোহাম্মদ হাসান আত্মহত্যা করেছেন। জানা গেছে, সোমবার ঈদের দিন দুপুরে মেদুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসানের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গৃহবধূ প্রতিবেশী মো. হাসানের ঘরের ফ্রিজে মাংস রাখতে গেলে গৃহবধূকে ধর্ষণ করে। এ অভিযোগ তুলে এলাকাবাসী হাসানকে ধরে এনে গণধোলাই দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানকে আটক করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পরে তাকে রাত ৮টার দিকে থানা হাজতে নিয়ে যায়। এরপর সে টয়লেটে গিয়ে ফাঁস নেয়।