Web Analytics

২৩ মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের জন্য সীমিতভাবে ভ্রমণের অনুমতি দিয়েছে প্রশাসন। ৬ জুন থেকে থনচির তিন্দুমুখ ও রুমার বগালেক পর্যন্ত যাওয়া যাবে। ২০২৩ সালের মার্চে নিরাপত্তা অভিযানের কারণে এ নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ২০২৪ সালে সাময়িকভাবে তা তুলে নেওয়া হলেও পরে আবার জারি হয়। আইনশৃঙ্খলা কমিটির সভা ও সেনাবাহিনীর মতামতের ভিত্তিতে এবার আংশিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। অন্যান্য এলাকা পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে খুলে দেওয়া হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।