২৩ মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের জন্য সীমিতভাবে ভ্রমণের অনুমতি দিয়েছে প্রশাসন। ৬ জুন থেকে থনচির তিন্দুমুখ ও রুমার বগালেক পর্যন্ত যাওয়া যাবে। ২০২৩ সালের মার্চে নিরাপত্তা অভিযানের কারণে এ নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ২০২৪ সালে সাময়িকভাবে তা তুলে নেওয়া হলেও পরে আবার জারি হয়। আইনশৃঙ্খলা কমিটির সভা ও সেনাবাহিনীর মতামতের ভিত্তিতে এবার আংশিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। অন্যান্য এলাকা পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে খুলে দেওয়া হতে পারে।
২৩ মাস পর পর্যটকদের জন্য খুললো রুমা ও থানচি