জামালপুরের মাদারগঞ্জে ২৮টি সমবায় সমিতিতে আমানত রাখা দেড় হাজার কোটি টাকা উদ্ধারের দাবিতে রোববার মশাল মিছিল করেছে আমানতকারীরা। উপজেলা পরিষদ চত্বরে চার দিনব্যাপী অবস্থান কর্মসূচির পর ‘টাকা উদ্ধার কমিটি’র উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রতারক সমবায় পরিচালকদের গ্রেফতারের দাবিতে বারবার আহ্বান জানালেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। শিবলুল বারী রাজুর নেতৃত্বে মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পৌর এলাকার বালিজুড়ী বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও আমানতকারীদের টাকা ফেরতের দাবি জানান। অভিযোগ রয়েছে, সমবায় অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ২৭টি সমবায় ব্যাংকিং ব্যবস্থা চালু করে আমানতকারীদের দেড় হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।