Web Analytics

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সারা বছরব্যাপী ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে। অধিদপ্তরের উপ-পরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা ক্রীড়া বিভাগে অন্তর্ভুক্ত থাকবে। বক্তৃতা, বিতর্ক, কুইজ ও দেয়ালিকা তৈরির মতো কার্যক্রম থাকবে সহপাঠ্য বিভাগে।

সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে থাকবে কুরআন তিলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য ও গ্রাফিতি অঙ্কন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানগুলোকে চারটি হাউজভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করে ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। জানুয়ারি থেকে শুরু হয়ে এসব কার্যক্রম সারা বছর চলবে, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।