জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে অংশ নিতে বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত সমাবেশে যোগ দেন। এখন তারা একে একে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। তবে এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সাউন্ড সিস্টেম, চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে এবং উপস্থিত কর্মীদের ওপর হামলা চালায়। এর আগে সকালে ইউএনও’র গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে আগুন এবং রাস্তায় গাছ ফেলে অবরোধের ঘটনাও ঘটে। এনসিপির কেন্দ্রীয় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে বানচাল করতেই এসব হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও ও পুলিশ কর্মকর্তারা।