কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা সভাপতি এটিএম মিজানুর রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রায় দুই হাজার নারী অংশ নেন এবং তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। বক্তারা বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী এবং তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করেননি। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দোয়া পরিচালনা করেন ক্বারী নাসরিন আক্তার, যিনি খালেদা জিয়াকে ১৮ কোটি মানুষের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। এটিএম মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্যাতনের কারণে খালেদা জিয়া অসুস্থ হয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।