মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। টাঙ্গাইলের সন্তোষে ভোর থেকেই হাজারো মানুষ মরহুমের মাজারে শ্রদ্ধা জানাতে ভিড় করেন। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, ভাসানী পরিবার, ন্যাপ ভাসানী, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। দুপুরে বিএনপি মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে, যেখানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ নেতারা বক্তব্য দেন। একই সময়ে জাতীয় নাগরিক পার্টির নেতারাও শ্রদ্ধা নিবেদন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বরিশালে গণসংহতি আন্দোলন ও সহযোগী সংগঠনগুলো ভাসানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।