Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ চলাকালে স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালায় বলে এনসিপি অভিযোগ করেছে। এতে জোটের অন্তত দুইজন কর্মী গুরুতর আহত হন।

তাৎক্ষণিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নেতাকর্মীরা নিয়মিতভাবে জোটের প্রচারণায় বাধা সৃষ্টি করছে। তারা বিভিন্ন এলাকায় হামলা, ব্যানার ছেঁড়া ও কর্মীদের হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এনসিপি বলেছে, এসব সহিংসতা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।

দলটি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী এলাকায় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।