সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রভাবশালীদের আশ্রয়ে মেঘনা-তেঁতুলিয়া নদীর ডেঞ্জার জোনে চলছে ছোট অবৈধ লঞ্চ-ট্রলার। এসব ফিটনেসবিহীন নৌযান যাত্রীদের জীবনের মারাত্মক ঝুঁকিতে ফেলছে, বিশেষ করে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত নদী উত্তাল থাকার সময়। প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিকল্প পরিবহন না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে এসব ঝুঁকিপূর্ণ নৌযানে চলাচল করছেন। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতার কথা বলা হলেও অন্তত এক ডজন রুটে অবৈধ চলাচল থেমে নেই।