ভাতা ও রেশন চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কক্ষের সামনে অবস্থান নিয়েছে নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। পরে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থান ত্যাগ করেন তারা। তবে ১০ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে। বাদিউল কবীর বলেন, আমরা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছি খাদ্য উপদেষ্টা আমাদের কথা শুনে অর্থ বিভাগে সুপারিশ পাঠিয়েছেন। সচিবসহ তার পুরো টিম কর্মচারীদের প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করেছেন। উপদেষ্টা আমাদের কাছে ১০-১২ দিনের সময় চেয়েছেন। আমরা সে সময়টা তাকে অবশ্যই দেব।