ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে নির্মাণাধীন একটি সেতু উদ্বোধনের আগেই বড় ফাটল দেখা দিয়েছে। এতে যেকোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ২০২৩–২৪ অর্থবছরে ৩ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের কথা ছিল।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও প্রকৌশল বিভাগ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছে এবং যথাযথ তদারকি ছাড়াই কাজ সম্পন্ন করেছে। তারা দাবি করেন, প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার ও কিউরিং ছাড়াই ঢালাই করার কারণে ফাটল ধরেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান লোকমান এন্টারপ্রাইজ অভিযোগ অস্বীকার করে বলেছে, কাজ সাময়িকভাবে বন্ধ আছে এবং ফাটলের কারণ খতিয়ে দেখা হবে। উপজেলা প্রকৌশলী জানান, ফাটল গুরুতর নয়, তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
এলাকাবাসী নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেছেন। বহু বছরের প্রত্যাশিত এই সেতু এখন অনিশ্চয়তার মুখে পড়েছে, যা স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নতুন প্রশ্ন তুলেছে।