Web Analytics

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে, হামাস ইউরোপজুড়ে গোপন সেল গড়ে তুলে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যা নির্দেশ পেলেই হামলা চালাতে সক্ষম। মোসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থার সহযোগিতায় অস্ত্রভান্ডার উদ্ধার, সন্দেহভাজনদের গ্রেফতার এবং একাধিক পরিকল্পিত হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। জার্মানি ও অস্ট্রিয়ায় যৌথ অভিযানে ইসরায়েলি ও ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে ভিয়েনায় উদ্ধার হওয়া অস্ত্রগুদামকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে মোসাদ, যা হামাস নেতা বাসেম নাঈমের ছেলে মোহাম্মদ নাঈমের সঙ্গে যুক্ত। সংস্থাটি জানায়, কাতারভিত্তিক হামাস নেতৃত্ব গোপনে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত হলেও প্রকাশ্যে তা অস্বীকার করছে। তুরস্কভিত্তিক হামাস-সংযুক্ত ব্যক্তিদের ওপরও নজরদারি চলছে। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো অর্থায়ন ও মতাদর্শ বিস্তারের পথ রোধে নজরদারি বাড়িয়েছে। মোসাদের দাবি, ৭ অক্টোবরের হামলার পর হামাস বিদেশে তাদের নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।