সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। তিনি বলেন, 'মডেল মসজিদ হবে ইসলামের সঠিক জ্ঞানের বাতিঘর ও সাম্প্রদায়িক সম্প্রীতির কেন্দ্র। যত বেশি মসজিদ হবে মানুষ তত বেশি নামাজি হবে এবং নামাজির সংখ্যাও বৃদ্ধি পাবে। আমরা মসজিদ করে দিচ্ছি, আপনাদের দায়িত্ব হলো মসজিদকে আবাদ রাখা।' চট্টগ্রামের হাটহাজারীতে প্রায় ১১.৮৯ কোটি টাকা ব্যয়ে তিনতলা মসজিদ কমপ্লেক্সে নারী-পুরুষের নামাজ, ইসলামিক লাইব্রেরি, হিফজখানা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রসহ নানা সুবিধা থাকবে।