Web Analytics

দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার সিউলের কেন্দ্রীয় জেলা আদালতের বিচারক বেক দা-হিউন এই রায় ঘোষণা করেন, যা সরাসরি সম্প্রচার করা হয়। ইউনকে সামরিক আইন ঘোষণা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া, সরকারি নথি জাল করা এবং সামরিক আইন জারির জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণে ব্যর্থতার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি সাত দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

বিচারক বলেন, ইউন সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে তার কর্তব্য ছিল সংবিধান রক্ষা করা, কিন্তু তিনি এমন পদক্ষেপ নিয়েছেন যা সংবিধানকে অবজ্ঞা করে। রায় ঘোষণার পর ইউনের আইনজীবী জানান, তারা আপিল করবেন এবং মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

২০২৪ সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার পর ইউনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের হয়। এটি তার বিরুদ্ধে প্রথম বড় রায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।