Web Analytics

সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডসহ সাম্প্রতিক ঘটনাগুলোর পর আশঙ্কা করা হচ্ছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে নাশকতা ঘটতে পারে। এ কারণে সারাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত টহল, চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে দেশে বঙ্গভবন, গণভবন, সচিবালয়, সংসদ ভবন, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৫৮৭টি কেপিআই রয়েছে। আইজিপি বাহারুল আলম জানান, এসব স্থাপনায় নিরাপত্তা সারা বছর জোরদার থাকে এবং পুলিশসহ অন্যান্য সংস্থা একযোগে কাজ করছে। অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার জনগণকে আশ্বস্ত করেছে—ভয় বা গুজব নয়, ঐক্য ও দৃঢ়তার মাধ্যমেই পরিস্থিতি মোকাবিলা করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।