Web Analytics

রোববার মুন্সীগঞ্জের মাওয়া-শিমুলিয়া ঘাটকে আধুনিক ও পরিবেশবান্ধব রূপ দেওয়ার লক্ষ্যে পাঁচ উপদেষ্টার সমন্বয়ে এক উচ্চপর্যায়ের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন- জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, শেখ বশিরউদ্দিন এবং সৈয়দা রিজওয়ানা হাসান। সভায় জানানো হয়, মাওয়া-শিমুলিয়া ঘাটকে দেশের অন্যতম কার্যকর নৌবন্দরে রূপান্তরের অংশ হিসেবে প্রস্তাবিত প্রকল্পটি প্রায় ২৯.১৩ একর জায়গাজুড়ে নির্মাণ করা হবে। এই ‘আইসিটি পোর্ট প্রকল্প’-এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৫৬ কোটি ৭১ লাখ টাকা, যেখানে বার্ষিক রক্ষণাবেক্ষণ খরচ হবে ৩০ কোটি ৮৯ লাখ টাকা। এছাড়া বার্ষিক কন্টেইনার পরিচালনার সক্ষমতা ধরা হয়েছে ২ লাখ ৪ হাজার টিইইউস। সম্ভাব্য বার্ষিক রাজস্ব আয় ধরা হয়েছে ১৪৫ কোটি ২৫ লাখ টাকা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।