জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুরে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে তিনি বলেন, দেশব্যাপী পদযাত্রা শুরু হয়েছে এবং উত্তরাঞ্চলে ব্যাপক সাড়া মিলেছে। তিনি আরও বলেন, শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক নয়, সারাদেশ নিয়ে উন্নয়ন চিন্তা জরুরি। ফ্যাসিস্ট সরকার পতনের পরও মাফিয়াতন্ত্র রয়ে গেছে এবং সেই বাস্তবতায় আন্দোলনের ইতিহাস ধরে রাখা জরুরি।