ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, কর্মবিরতির ঘোষণার পরও শুক্রবার থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে শুক্রবার থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দূর হয়েছে।
এর আগে, স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন। এতে যাত্রী ও নগর কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীসেবা স্বাভাবিক থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে।
এই ঘোষণায় রাজধানীর গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থায় স্বস্তি ফিরেছে। কর্মচারীদের দাবিগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার উদ্যোগ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।