বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা দিয়েছেন যে পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনসহ একটি নতুন ব্যাংক গঠন করা হবে। রাজধানীতে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, কাঠামোগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আর্থিক খাতে স্থিতিশীলতা, বৈদেশিক খাত ব্যবস্থাপনা ও সুশাসনে অগ্রগতি হয়েছে। তিনি জানান, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ১২০ থেকে ১২২.৫০ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে এবং বিদেশি ব্যাংকগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। গভর্নর উচ্চমাত্রার খেলাপি ঋণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, এটি সমাধানে ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে। তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বৃদ্ধি, আমানত বীমা শক্তিশালীকরণ, পারিবারিক মালিকানা সীমিতকরণসহ বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে। পাশাপাশি নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে।