Web Analytics

নির্বাচন কমিশন জানিয়েছে, জাকসু নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৭ ঘণ্টা পর ১৭টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে ২১টি। এরমধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের ১০টি। অর্থাৎ বাকি চারটি হলের গণনা এখনও চলমান। ভোট গণনার গতি অনুযায়ী দুপুরের মধ্যে শেষ হবে হল সংসদের ফলাফল নির্ধারণ। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ম্যানুয়াল পদ্ধতির কারণে স্বাভাবিকভাবে এটিও শেষ করতে সময় লাগবে। নির্বাচন সংশ্লিষ্টদের ধারণা, সন্ধ্যার পর জাকসু নির্বাচনের ফলাফল দেয়া যাবে। এর আগে, গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।