যুক্তরাষ্ট্র তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর সেই লাইসেন্স বাতিল করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি চীনে উন্নত প্রযুক্তি পাঠাতে পারত। স্যামসাং ও এসকে হাইনিক্সের ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তের মতোই এই পদক্ষেপ টিএসএমসির চীনা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, যদিও সেখানে মূলত পুরোনো প্রজন্মের চিপ তৈরি হয়। চলতি বছরের শেষ নাগাদ নিষেধাজ্ঞা কার্যকর হবে, তবে নতুন লাইসেন্স অনুমোদনের সময়সীমা অনিশ্চিত। টিএসএমসি জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং চীনে কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।