Web Analytics

ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ সাবেক প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে। শনিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয় বলে বাগদাদ থেকে এএফপি জানিয়েছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এই জোট জানায়, সর্বসম্মতিক্রমে মালিকিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে তাকে বৃহত্তম সংসদীয় জোটের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

বিবৃতিতে মালিকির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও রাষ্ট্র পরিচালনায় তার সক্ষমতার কথা উল্লেখ করা হয়। ৭৫ বছর বয়সী মালিকি ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর সাদ্দাম হোসেনের পতনের পর থেকে তিনি ইরাকের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ইরাকের রাজনৈতিক রীতিতে প্রধানমন্ত্রী সাধারণত শিয়া মুসলিমদের মধ্য থেকে নির্বাচিত হন, স্পিকার হন সুন্নি এবং রাষ্ট্রপতি হন কুর্দি সম্প্রদায়ের প্রতিনিধি।

গত নভেম্বরের সাধারণ নির্বাচনের পর মালিকির দলসহ বিভিন্ন শিয়া দল নিয়ে ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ গঠিত হয়। নতুন স্পিকার নির্বাচনের পর এখন সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের অধিবেশন বসবে, যিনি বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির স্থলে মালিকিকে নিয়োগ দেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।