ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, নির্বাচনি প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি হাদির ওপর গুলি চালায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঘটনার পর জাতীয়তাবাদী ছাত্রদল (জসদ) তীব্র নিন্দা জানায়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বলেন, এটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও প্রার্থী-ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এই হামলার ঘটনায় রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।