Web Analytics

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোকসভায় জানিয়েছে, বাংলাদেশ সীমান্তের প্রায় ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লিখিত জবাবে জানান, ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ ভারত–বাংলাদেশ সীমান্তের মধ্যে ৩ হাজার ২৩৯ দশমিক ৯২ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানো হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগের লক্ষ্য অনুপ্রবেশ রোধ ও জাতীয় নিরাপত্তা জোরদার করা।

একইসঙ্গে ভারত–পাকিস্তান সীমান্তের ৯৩ দশমিক ২৫ শতাংশ এলাকায় কাঁটাতার স্থাপন সম্পন্ন হয়েছে, যা ২ হাজার ১৩৫ দশমিক ১৩৬ কিলোমিটার। বাকি ১৫৪ দশমিক ৫২৪ কিলোমিটার এলাকায় এখনও কাজ চলছে। এছাড়া ভারত–মিয়ানমার সীমান্তেও প্রাথমিক পর্যায়ে কাঁটাতার স্থাপনের অগ্রগতি হয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, সীমান্তে কাঁটাতার স্থাপন নিরাপত্তা জোরদার করলেও সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনযাত্রা ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে। কঠিন ভৌগোলিক এলাকায় কাজ ২০২৬ সাল পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।