Web Analytics

জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করলেও বৃহস্পতিবার রাজধানীতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। বুধবার রাতে বিচ্ছিন্নভাবে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সকালে তেমন কোনো অস্থিরতা দেখা যায়নি। মতিঝিল, দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা ও ফকিরাপুল এলাকায় অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চলেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন স্বাভাবিক ছিল, গ্রাহকের উপস্থিতিও ধীরে ধীরে বেড়েছে। সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানান, লকডাউনের কোনো প্রভাব পড়েনি, অন্যান্য দিনের মতোই লেনদেন হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।