তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্রনেতা হেলাল উদ্দিন নাঈমের ওপর (২৬) হামলা করেছে। তিনি এখন ঢামেকে চিকিৎসাধীন! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিজ্ঞপ্তিতে বলেছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এ ন্যায্য দাবিকে বারবার উপেক্ষা করে আসছে। প্রিন্সিপাল এ যৌক্তিক আন্দোলন দমন করতে ছাত্রদলকে লেলিয়ে দিয়ে যে অপরাধ করেছে, তা ক্ষমার অযোগ্য। আজ ‘তিতুমীর ঐক্য’র ব্যানারে শিক্ষার্থীরা যখন এ নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তখন ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘৃণ্য হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।