মালয়েশিয়ার জোহর রাজ্যে ‘অপস মহির’ নামে পরিচালিত অভিযানে ৪৫ বাংলাদেশিসহ মোট ১২৩ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার সন্ধ্যায় একটি প্লাস্টিক কারখানায় এই অভিযান চালানো হয়, যা কয়েক সপ্তাহের নজরদারি ও জনঅভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র না থাকা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক শ্রমিকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন, যাদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে। অভিযানের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই পালানোর চেষ্টা করেন, তবে কর্মকর্তারা দ্রুত কারখানার সব পথ বন্ধ করে দেন। আটক সবাইকে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।