Web Analytics

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই চলাকালে হট্টগোলের ঘটনা ঘটে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা মামলার তথ্য গোপন, ঋণখেলাপি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাক্ষর না থাকা সহ বিভিন্ন ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। যাচাইয়ের সময় চুন্নু নিজে উপস্থিত ছিলেন না, তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, উপস্থিত জনতা চুন্নুকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে তার শাস্তির দাবি জানান। চুন্নু অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে দুইবার মন্ত্রী ছিলেন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে উপস্থাপন করেছিলেন। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে তিনি নিজ এলাকায় যাননি এবং স্থানীয়ভাবে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলও হয়।

মনোনয়ন বাতিলের এই সিদ্ধান্ত কিশোরগঞ্জ-৩ আসনের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।