ইসরায়েলের হামলা ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা ২০ জুন জেনেভায় পারমাণবিক ইস্যুতে বৈঠকে বসছেন। ২০১৫ সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা বাড়ালেও পরমাণু বোমা তৈরি করছে না বলে জানিয়েছে। ইউরোপীয় নেতারা সংঘাত এড়াতে আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছেন।