Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। রোববার (১১ জানুয়ারি) দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে গণতন্ত্র শক্তিশালী হবে ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।

তিনি তরুণ প্রজন্ম ও নারীদের নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং বলেন, তাদের দল ভয়ভীতি বা জবরদস্তির পথে হাঁটবে না। ভালোবাসা ও সততার মাধ্যমে জনগণের সমর্থন অর্জনই তাদের লক্ষ্য। হাসনাত জানান, স্থানীয় মানুষ তাকে সৎ মনে করে আর্থিক ও নৈতিক সহায়তা দিচ্ছেন।

পদযাত্রায় এনসিপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।