Web Analytics

বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স প্রদানের নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণকালীন সময়ে চালকদের ভাতা দেওয়া হবে। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ফাওজুল কবির বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজটের অন্যতম প্রধান কারণ অপ্রশিক্ষিত চালকরা। তাই এখন থেকে লাইসেন্স প্রদানের পুরো প্রক্রিয়া প্রশিক্ষণনির্ভর করা হচ্ছে। বর্তমানে থাকা লাইসেন্স কমিটি বাতিল করে নতুন কাঠামো গড়ে তোলা হবে। আন্তর্জাতিক মান অনুযায়ী এই নতুন ব্যবস্থা চালু হলে দেশে নিরাপদ ও দক্ষ চালক তৈরি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।